• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

"শওকত ইমাম " একটি প্রিয় নাম,একজন আদর্শিক সমাজ সেবক।


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০২ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৫৮ পিএম;
"শওকত ইমাম " একটি প্রিয় নাম,একজন আদর্শিক সমাজ সেবক।
"শওকত ইমাম " একটি প্রিয় নাম,একজন আদর্শিক সমাজ সেবক।

"শওকত ইমাম " একটি প্রিয় নাম,একজন আদর্শিক সমাজ সেবক। .

সাংবাদিক মুহাম্মদ সাদিকুর রহমান বিপ্লব বি এস এস 
বিশেষ প্রতিনিধি, ডে নাইট নিউজ এ্যান্ড টিভি .

সেই ২০০১ সালের কথা। তখন তিতাস গ্যাস ভি আই পি জোন ০৪ ছিল ঢাকা  মহাখালী, হোটেল জল খাবার এর বিপরীতে। ঐসময় আমি মধ্যবাডা আদর্শ নগর থাকতাম। আমি "নতুন কুড়ি " নামে একটি কোচিং সেন্টার পরিচালনা করতাম। একদিন রত্না নামক আমার এক ছাত্রীর মা বাড়ীওয়ালা আন্টি আমাকে তাঁর বাড়ীর গ্যাস লাইন সংক্রান্ত সমস্যা সমাধান করার জন্য আমাক তিতাসগ্যাস অফিসে যেতে বলেন।.

পাশাপাশি ওনার ব্যবহারেও আমি মুগ্ধ হয়ে যাই। এভাবে সময় পেলেই শওকত ইমাম স্যারের অফিসে আসা যাওয়া করতাম।.

২০০২ সালের কথা।অফিস মহাখালী থেকে মধ্যবাড্ডা স্থানান্তর হয়। আমার বাসার খুব কাছে ছিল। নতুন অফিসে কাজের জন্য ডেইলি বেসিক কিছু লোক নিয়োগে শওকত ইমাম স্যার আমাক নিয়োগ দেন।সেই থেকে পথচলা। শওকত ইমাম স্যারের কারনেই আমি তিতাসে কাজের সুযোগ পেয়েছিলাম। যার ফলশ্রুতিতে আজ আমি তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার কেন্দ্রীয় কমিটির মহাসচিব।.

যদিও দীর্ঘদিন ধরে তিতাস গ্যাসের সংযোগ সংক্রান্ত সকল কাজ বন্ধ, তথাপিও আমি তিতাসের কমিটিতে আছি এবং থাকবো ভবিষ্যতের আশায়।.

সমাজ সেবক হিসেবে শওকত ইমাম স্যারের গুণ গান লিখে শেষ করা যাবেনা। বৃহত্তর কুমিল্লার লাঙ্গলকোর্ট উপজেলার কৃতি সন্তান হিসেবে শওকত ইমাম স্যার একটি অনন্য নাম।.

শওকত ইমাম স্যারের জন্যই আজ আমি তিতাসের বিপ্লব।ধন্যবাদ শওকত ইমাম স্যার।.

শওকত ইমাম স্যার আজ সুইডেনে পরিবার পরিজন নিয়ে বসবাস করেও আমার মতো হতভাগার খোঁজ খবর রাখছেন। স্যালুট স্যার আপনাকে।.

 .

 . .

ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সাদিকুর রহমান

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ